রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে পরকীয়া জেরে একজন নিহত 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে পরকীয়া জেরে একজন নিহত 

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে, ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পরকীয়া প্রেমিক আশরাফুলকে গলাকেটে হত্যা ও স্ত্রী তাসলিমাকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বামী। 

পুলিশ ও স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আহত তাসলিমাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সোমবার (৪ নভেম্বর) শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। অপর গুরুতর আহত তাসলিমা খাতুন (২৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হক এর স্ত্রী।

অভিযুক্ত আজিজুল হক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।

টিএইচ